Apr 9, 2021
স্নিগ্ধ সৌন্দর্যের ট্রেন্ডি কালেকশন
-
যেকোনো বয়সী নারীর জন্য বললে ভুল হবে না। যদিও তরুণীরাই মূল লক্ষ্য। ঈদ সংগ্রহ দিয়েই শুরু হচ্ছে নার্গিসাসের অভিযাত্রা। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মুন্নুজান নার্গিস কয়েক দিন আগে তাঁর স্বপ্নসন্তান নার্গিসাসকে বর্ণনা করলেন মাত্র তিনটি শব্দে: বিউটি, প্যাশন, লাভ। সংক্ষিপ্ত হলেও গভীর দ্যোতনাময়। মুন্নুজান নার্গিস নিজের অফিসে বসে সেদিন জানালেন নার্গিসাসের জন্মের ইতিকথা। দেখালেন সংগ্রহের ছবি ও ভিডিও। বললেন, মানুষ যেন নিজের স্বপ্নকে ধারণ করতে পারে, সেই ধারণা থেকেই সৃষ্টি হয়েছে লা রিভের। দেখতে দেখতে এই ব্র্যান্ড এক দশকের বেশি সময় পার করে ফেলেছে।