কুবির ২য় সমাবর্তন আগামী বছর : উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মাস পূর্বে
২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।
বুধবার (২০ নভেম্বর) সকালে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমরা ভেবেছি নতুন ক্যাম্পাসে গেলে সমাবর্তনের আয়োজন করব। কিন্তু আমার এখন মনে হচ্ছে ক্যাম্পাসে কাজ করার মতো অনেকে আছে। যাদের নিয়ে কাজ করলে সমাবর্তন আয়োজন করা সম্ভব। ইতোমধ্যে কয়েকটা ব্যাচের সমাবর্তনের বাকি রয়ে গেছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুতে যাদের ফলাফল আসবে তাদেরসহ সমাবর্তন আয়োজন করব আমরা।
নবীন-বরণ অনুষ্ঠানে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।