সরকারের কাছে দলীয় সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মাস পূর্বে

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি)সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে, তাতে সাড়া দেবে বিএনপি। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপি কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এ বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এ জন্য দলটি তাদের ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। রাষ্ট্র নিয়ে দলের চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে ১০ সাংগঠনিক বিভাগে ৩১ দফার ওপর কর্মশালা করবে বিএনপি, যার প্রথমটি মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর