অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করছে ব্যাকটেরিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মাস পূর্বে

ডায়রিয়া, নিউমোনিয়াসহ বেশ কিছু রোগের জীবাণুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ ঠিকমতো কাজ করছে না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এএমআর সার্ভিল্যান্স হালনাগাদ গবেষণায় মোট ২৭ হাজার ৪৩৮ জন রোগীর বিভিন্ন নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮ শতাংশ জীবাণুর মধ্যে সব ধরনের অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা পাওয়া গেছে। পরীক্ষায় ২৭৩ নমুনার মধ্যে ৪৮ শতাংশ ব্যাকটেরিয়ায় এক ধরনের রাসায়নিক এনজাইম শনাক্ত হয়, যা ব্যাকটেরিয়া নিজে তৈরি করে এবং যা অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতাকে অকার্যকর করে দিতে সক্ষম। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিশ্ব এএমআর সপ্তাহ শুরু হয়েছে। ১৮ নভেম্বর সোমবার থেকে শুরু হয়ে এটি চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার অর্থ হলো অ্যান্টিবায়োটিকের প্রতিরোধক্ষমতা ফুরিয়ে যাওয়া। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে, এসব জীবাণুর কারণে মানবজীবন হুমকিতে পড়তে পারে। অতি সাধারণ কারণেও মানুষের মৃত্যু হবে। পরিস্থিতি এমন হবে যে, চারপাশে প্রচুর ওষুধ থাকার পরও জীবন বাঁচানোর মতো ওষুধ মিলবে না।


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর