‘বাংলাদেশিরা আত্মগোপনে থাকলে সম্পর্ক খারাপ হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মাস পূর্বে
ওশেনিয়া মহাদেশের দেশ ফিজিতে আট বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিয়োগকারী প্রতিষ্ঠান বলছে, তারা স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন। কিন্তু এ দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ওই শ্রমিকদের হদিস না পাওয়ায় অস্বস্তিতে পড়েছে ফিজি সরকার।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফিজি সানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের এ ধরনের কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিজির কর্মসংস্থান মন্ত্রী অগ্নি দেও সিং। তিনি বলেছেন, বাংলাদেশি কর্মীরা যদি আত্মগোপনে থাকেন, পলাতক থাকেন তবে তাদের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হবে। নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগও তদন্ত করা সম্ভব হবে না।