হঠাৎ কেন হেরে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মাস পূর্বে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কা করছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ফক্স নিউজকে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। ওই সাক্ষাৎকারের বরাতে এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি।

জেলেনস্কি বলেছেন, যুদ্ধে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। মার্কিনিরা আমাদের প্রধান সামরিক সমর্থক। তহবিল বন্ধ হলে যুদ্ধে ইউক্রেন হেরে যাবে।

ইউক্রেনের নেতা বলেন, এটি খুব বিপজ্জনক হবে যদি আমরা ইউরোপে ঐক্য হারিয়ে ফেলি। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য।

জেলেনস্কির এ আশঙ্কার পেছনে রয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি আবার হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। তার আগেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচার চালিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধে টাকা খরচের পরিবর্তে আমেরিকানদের জীবনযাত্রার উন্নতির জন্য করদাতাদের অর্থ ব্যবহার করবেন তিনি।


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর