ফ্যাশেনের রাজ্যে ইথিরাম এক অনন্য নাম।
স্বাধীনতার পর থেকে একটু একটু করে যাত্রা শুরু হয় দেশীয় ফ্যাশনের। নব্বইয়ের দশকে এবং এই শতকের শুরু থেকে পোশাকে দেখা যায় নতুনত্ব। আর এখন উপকরণ, অলংকরণ ও মাধ্যমে দেশজ ধাঁচ ও প্রভাব এগিয়ে। চলছে নিত্যনতুন পরীক্ষা–নিরীক্ষা।