Apr 9, 2021
ঈদের আনন্দ।
-
মিক্স-ম্যাচ করেও পরা যাবে। কিছু কিছু পোশাকের জন্য আলাদা করে বটম রাখা হচ্ছে না; সে ক্ষেত্রে পছন্দসই বটম লা রিভ থেকেই নিয়ে নেওয়া যাবে বলে জানালেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক। কাট ও প্যাটার্ন, রং, জমিন অলংকরণ ও তৈরি—প্রতিটি ধাপে সৃজনশৈলী আর উপকরণ ব্যবহারে যথাযথ মনোযোগ পোশাকগুলোকে দিয়েছে নিখুঁত অবয়ব। ফলে পরিধানকারী অনায়াসেই হয়ে উঠবেন অনন্য। বুলিয়ে যাবে অন্যের সপ্রশংস দৃষ্টি। চাকচিক্যের বাহুল্যবর্জিত ও পরিশীলিত পোশাকগুলো যে কাউকে করে তুলবে আভিজাত্যময় অথচ নির্মল সুন্দর।