Apr 9, 2021
সোনালী বিকেল।
-
নার্গিসাস দেশের ফ্যাশন অনুরাগীদের জন্য দিচ্ছে সেই ভালোর সন্ধান; যা পরে কেবল নিজের সৌন্দর্যে নিজেই মুগ্ধ হবেন না, বরং অন্যের প্রশংসাও পাবেন। উৎসবে নিজেকে যাঁরা ট্রেন্ডি আর স্মার্ট লুকে অনন্য হয়ে উঠতে চান, তাঁদের জন্য এবারের ঈদ হতে পারে অন্য রকম। অন্তত নার্গিসাসের ট্রেন্ডসেটিং কালেকশানের কল্যাণে। তখন আর ইকবালের কবিতার মতো নার্গিস ফুলকে এক জোড়া মুগ্ধচোখের জন্য দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন পড়বে না; বরং নার্গিসাসে অনিন্দ্যসুন্দর নারী নজর কাড়বে যে কারো।