অ্যাস্ট্রাজেনেকার টিকা কারা দিচ্ছে, কারা দিচ্ছে না

প্রকাশিত: ৩ বছরs পূর্বে

করোনা মহামারি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা। তবে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নানা দেশে উদ্বেগ দেখা দিয়েছে। এ কারণে কোনো কোনো দেশ এই টিকা ব্যবহার শুরুর পর আবার তা স্থগিত করেছে বা বাতিল করেছে। মহামারি নিয়ন্ত্রণের প্রচেষ্টায় এটা বড় ধাক্কা। এর কারণ হচ্ছে এটি সাশ্রয়ী ও প্রতিদ্বন্দ্বী অন্য টিকার তুলনায় এটি সংরক্ষণ করা সহজ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য এখন আর ৩০ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকাটি ব্যবহারের জন্য সুপারিশ করছে না। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে টিকাটির ব্যবহার বন্ধ করে দিয়েছে।
সরকারি সূত্র থেকে তথ্য নিয়ে ডেটাবেইস তৈরি করেছে এএফপি। তাদের তথ্য অনুযায়ী, বিশ্বের ১১১টি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। ফাইজার ও বায়োএনটেক এবং মডার্নার টিকা মিলিয়েও এত দেশে টিকা দেওয়া হয়নি।