মেসি বার্সার ‘সকল কাজের কাজি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ বছরs পূর্বে

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকতে দ্বৈরথটির আঁচ ও ধাঁচ অন্য রকম ছিল। পর্তুগিজ তারকা রিয়াল ছাড়ার পর ‘এল ক্লাসিকো’র আবেদন কমেছে ঠিকই, কিন্তু লিওনেল মেসি তো আছেন! বার্সা তারকা এই লড়াইয়ে যেন নিঃসঙ্গ শেরপা। প্রতিপক্ষ দলে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী–ই তো নেই! রোববার রাতে ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই দ্বৈরথে মেসি যখন মাঠে নামবেন তখন কি রোনালদোকে তাঁর একটু হলেও মনে পড়বে?

রিয়ালে হয়তো রোনালদো নেই কিন্তু ক্লাসিকো জয়ের মতো রসদ ঠিকই আছে মাদ্রিদের ক্লাবটির। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা এই বিশ্বাসে বলীয়ান হয়েই মুখোমুখি হবেন বার্সার। তবে মাঠে নামার আগে প্রতিপক্ষ দলের সেরা তারকা মেসির প্রশংসা করলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। বেনজেমার মতে, মেসি বার্সার জন্য সবকিছুই করতে থাকে।

রিয়ারকে এল ক্লাসিকো জেতাতে চান বেনজেমা।

রিয়ারকে এল ক্লাসিকো জেতাতে চান বেনজেমা।

ছবি: রয়টার্স

লা লিগা পয়েন্ট টেবিলে তাকালে বোঝা যায়, ক্লাসিকোর এই লড়াই রিয়াল–বার্সার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রিয়াল। তাদের সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেটিকো মাদ্রিদ। লা লিগা শিরোপা দৌড়ে এগিয়ে যেতে এই দ্বৈরথ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। বার্সার খেলার ধরন ও মেসিকে নিয়ে লা লিগা টিভিকে বেনজেমা বলেন, ‘তারা সব সময় বল ধরে রেখে খেলে। তাদের গোলরক্ষক খুব ভালো এবং মেসি। সে তো বার্সার জন্য সবকিছু করে থাকে। আমাদের সাবধান থাকতে হবে, কারণ সে ভীষণ বিপজ্জনক খেলোয়াড়।’

মেসির প্রতি শ্রদ্ধার কমতি নেই  বেনজেমার।

মেসির প্রতি শ্রদ্ধার কমতি নেই বেনজেমার।

ফাইল ছবি, রয়টার্স


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর