চীন–ইইউ সম্পর্ক চ্যালেঞ্জের মুখে, ম্যার্কেলকে বললেন চিন পিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ বছরs পূর্বে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চীনের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আশা করছি, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ইইউ প্রতিটি বিষয় ‘স্বাধীনভাবে’ বিবেচনা করবে।
বুধবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন সি চিন পিং। এই সময় তিনি ম্যার্কেলের উদ্দেশে এমন মন্তব্য করেন। চীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টেলিফোন আলাপে সি চিন পিং আরও বলেন, চীন ও ইইউর একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং যেকোনো ইস্যুতে হস্তক্ষেপের ঘটনা কমিয়ে আনতে দুই পক্ষের সচেষ্ট থাকা দরকার। এ সময় করোনার টিকার সুষ্ঠু ও যুক্তিসংগত বিতরণ নিশ্চিত করা এবং টিকা জাতীয়তাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েও দুই নেতার কথা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।