কক্সবাজার রাঙ্গামাটী বাইক ভ্রমন করুন খুব সহজেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ বছরs পূর্বে

প্রিয় পাঠক,

হেমন্তের মিষ্টি সকালে আজ আমাদের গন্তব্য বাইক ভ্রমণে চট্টগ্রাম হতে কাপ্তাই বাধ হয়ে রাঙ্গামাটি।

আসসালামু আলাইকুম।

Travel To Life এর পক্ষে আমি MN Hossain.

চট্টগ্রামের বায়েজিদ এলাকার বায়েজিদ রেস্টুরেন্ট এর নিকট হতে আমাদের বাইক চলা শুরু।

cafe bayezid, bayezid, chittagong

সকাল সাড়ে সাতটা।

আমরা আছি বায়েজিদ এলাকার “ক্যাফে বায়েজিদ” Cafe Bayezid রেস্টুরেন্টে।

উদ্দেশ্য নিজেদেরকে একটু ফুয়েলিং করে নেওয়।

জ্বালানী মন্দ নয়, খাশির নলার নিহারী, সুপ আর নানরুটি; কফি তো আছেই।

cafe at kaptai

আর বাইকের জ্বালানী গত কালই ফুল লোড করা হয়েছে।


 

So lets start our Journey form Chattogram to Rangamati Via Kaptai.

আমরা ৬ জন বাইকে রওনা হলাম কাপ্তাই হয়ে রাঙ্গামাটির পথে। উদ্দেশ্য সড়কপথে কাপ্তাই-রাঙ্গামাটির সৌন্দরয  নিজেদের মত উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া।  

আমরা এগিয়ে যাচ্চি কাপ্তাইয়ের আকাবাকা পাহাড়ী পথ বেয়ে।

how to arrange a tour to kaptai with bike

সামনে পড়ল বিজিবি পরিচালিত “Panaroma Zoom Restaura” এবং “BGB Kayak Club”

তো, একটু ঘুরে গেলে মন্দ হয় না। কায়াকিং এর কথা বলতেই সবাই রাজি হয়ে গেল।

panaroma zoom restaurant kaptai

BGB Kayaking Club, Kaptai, Rangamati

 

bike tour to kapatai

চলে আসলাম “Panaroma Zoom Restaura” য়। বাইক চালিয়ে ক্লান্ত সবাই আবার চা খেতে খেতে ঘুরছি Panaroma –র আসেপাশে।

hotel at kaptai

 

rent hotel at kaptai

dhaka to rangamati to kaptai tour

 

সবুজ পাহাড়ী গাছে ঘেরা স্বচ্চ নীল পানির লেক সত্যিই মন কেড়ে নেয়।

kaptai pani biddut

গাছের পাতার ফাঁকে লেক যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে তাই লাইফ জ্যাকেট পরে নেমে পড়লাম কায়াকিং করার জন্য । যদিও লেকে সরাসরি সাতার কাটা নিষেধ।

bd moto vlogs

সবাই নেমে পড়ি প্যানারোমা জুম রেস্তোরা/বিজিবি কায়াকিং ক্লাবে কায়াক করতে!!

kaptai hydro electricity project

 

কায়াকিং প্রতি ঘন্টায় ২০০/০০ টাকা, প্রতি বোটে ২ জন করে।

safety for kayaking

আমরা সবাই সাতার জানি তাই কোন ভয় কাজ করছিল না।

journey by boat at kaptai lake

Travel To Life

bike ride Bangladesh

sajek to rangamati by bike

লক্ষ্য করলাম লেকে জেলেরা মাছ ধরছে জাল দিয়ে। জেলেদের সাথে কথা বলে জানলাম এই মুহুর্তে তারা ”কাসকি” মাছ ধরছে; কেজি মাত্র ১৫০/০০ টাকা।

যাহোক রাঙ্গামাটি ভ্রমণের মাঝপতে আমাদের এই হঠাৎ থামা টা বেশ উপভোগ্য ছিল; আশা করি ভিউয়ারস আপনারাও উপভোগ করছেন।

কথা হবে রাঙ্গামাটি ভ্রমণের অন্য কোন পর্বে, ততক্ষন ভাল থাকুন, ভ্রমণ করুন, সুস্থ থাকুন।

 

চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ এ : Travel2Life

আছে চমৎকার সব ভ্রমণ ভিডিও ও গাইড: Travel To Life

Tweet করতে পারেন : Travel2Life

আল্লাহ হাফেজ।

আসসালামু আলাইকুম।


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর