সুনামগঞ্জে হাসন রাজার বাড়ি পরিদর্শন করেছেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ঘন্টা পূর্বে
জেলা সদরে আজ মরমী কবি হাসন রাজার ১৭০তম জন্মদিনে কবির বাড়ি পরিদর্শন করেছেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ।
আজ শনিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়াস্থ (লক্ষণশ্রী) হাসন রাজার বাড়ি তিনি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এনডিসি মোস্তাফিজুর রহমান, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী আকবর, গবেষণা কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, দেওয়ান হাসন রাজা চৌধুরীর প্রপৌত্র ও হাসন রাজা পরিষদের সভাপতি দেওয়ান সাখাওয়াতুল রাজা চৌধুরী সামারিন, হাসন রাজা পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে মরমী কবি হাসন রাজার স্বহস্তে লিখিত কিছু পাণ্ডুলিপি-সহ বিভিন্ন বই প্রদান করেন দেওয়ান সাখাওয়াতুল রাজা চৌধুরী সামারিন।