লোহিত সাগরে ভুলবশত গুলির ঘটনায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট নিরাপদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ঘন্টা পূর্বে

রোববার ভোরে লোহিত সাগরের ওপর দিয়ে উড্ডয়মান একটি মার্কিন যুদ্ধবিমানে ভুলবশত গুলি করায় বিমানটি ভূপাতিত হলেও বিমানে নৌবাহিনীর দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার স্থানীয় ফ্লোরিডা টাইমকে বলেছে, উভয় পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে একজন ক্রু সদস্য মৃদু আঘাত পেয়েছেন। সামরিক কর্মকর্তারা বলেছেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ‘ভুলবশত গুলি বর্ষণে’ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।’ 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন পাইলট সামান্য আহত হয়েছেন। সেন্টকম বলেছে, নৌবাহিনীর পাইলটরা গাইডেড ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ভুলবশত ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ এফ/এ-১৮ যুদ্ধবিমানে গুলি চালায়।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এটি ইয়েমেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাজধানী সানার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে হুতি বিদ্রোহীদের এক ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজন আহত হয়। 

মার্কিন বাহিনী লোহিত সাগরের ওপর দিয়ে একাধিক হুতি ড্রোন এবং একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে।


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর