রাত পোহালেই বইমেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মাসs পূর্বে

‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য ধারণ করে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে প্রাণের বইমেলা। এবার সবচেয়ে বড় বইমেলা আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি। ইতোমধ্যে প্রস্তুত মেলার স্টল ও প্যাভিলিয়নগুলো।

পরিবর্তিত পরিস্থিতিতে লেখক-প্রকাশকদের কাছে এবারের বইমেলা কিছুটা ভিন্ন। তাই মেলার মাসজুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরেজমিন মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, এখনও শতভাগ স্টল নির্মাণ সম্পূর্ণ হয়নি। পুরোদমে চলছে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ। মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ, আনসার-র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি মেলা প্রাঙ্গণে লক্ষ্য করা যায়।
 


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর