সাকার ইনজুরি নিয়ে চিন্তিত আর্সেনাল বস আর্তেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ঘন্টা পূর্বে

তারকা উইঙ্গার বুকায়ো সাকার ইনজুরি নিয়ে বেশ দু:শ্চিন্তায় পড়েছে আর্সেনাল। এমনটাই স্বীকার করেছেন দলীয় ম্যানেজার মিকেল আর্তেতা। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন সাকা। 

লন্ডনের সেলহার্স্ট পার্কে ম্যাচের ২৪ মিনিটে ইনজুরির কারনে মাঠ ছাড়তে বাধ্য হন সাকা। ম্যাচ শেষে সাকাকে ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে। এই জয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেনাল শীর্ষে থাকা লিভারপুলের থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।

আর্তেতা বলেন, ‘সাকার হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছে। যে কারনে আর খেলতে পারেনি। তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে তার ইনজুরি নিয়ে আমি খুবই চিন্তিত। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। তবে ধারনা করা হচ্ছে ইনজুরির মাত্রা গুরুতর।’

তিনি আরো বলেন, ‘দূর্ভাগ্যবশত: যে পরিমান ম্যাচ আমরা এই মুহূর্তে খেলছি তাতে এই ধরনের ইনজুরি হওয়াটাই স্বাভাবিক। প্রতি তিনদিনে আমরা একটি করে ম্যাচ খেলছি। পুরো দলই এখন বেশ পরিশ্রান্ত।’

শুক্রবার ধুকতে থাকা ইপসউইচের মোকাবেলা করবে আর্সেনাল। নতুন বছরের প্রথম দিনে গানার্সদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। তিনদিন পরেই ব্রাইটনের মাঠে খেলতে যাবে আর্তেতার দল।


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর