দুই-তৃতীয়াংশ ফরাসি ইতোমধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়ে অসন্তুষ্ট: জনমত জরিপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ঘন্টা পূর্বে

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু ঐতিহাসিকভাবে সবচেয়ে কম জনসমর্থন রয়েছে বলে রোববার এক জনমত জরিপে দেখা গেছে। এতে দুই-তৃতীয়াংশ ফরাসি ইতোমধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করায় তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

এমনকি তিনি যথাযথভাবে তার কাজটি শুরু করার আগেই আইফপ পরিচালিত এবং ফরাসি সাপ্তাহিক জার্নাল ডু দিমশ-এ প্রকাশিত একটি নতুন জরিপে দেখা যায়, যে ৬৬ শতাংশ উত্তরদাতা তার কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্ট।

মাত্র ৩৪ শতাংশ বলেছেন, তারা তাদের নতুন সরকারপ্রধানের প্রতি সন্তুষ্ট বা খুব সন্তুষ্ট।

আইফপ বলেছে ১৯৫৯-এর দশকের পরে একজন প্রধানমন্ত্রীর কাজ শুরু করার জন্য এত কম রেটিং তারা আর দেখেনি।

তারা ১১ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ফরাসি জনগণের মধ্যে থেকে ২০০৪ জন প্রতিনিধির মধ্যে জরিপ সমীক্ষা চালায়। 

বায়রু হলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ম্যান্ডেটের ষষ্ঠ প্রধানমন্ত্রী এবং ২০২৪ সালের চতুর্থ প্রধানমন্ত্রী। প্রত্যেকেই মেয়াদের চেয়ে কম সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন।

বায়রুর পূর্বসূরি মিশেল বার্নিয়ার ছিলেন ফ্রান্সের সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী, তিনি এই পদে মাত্র তিন মাস স্থায়ী ছিলেন।

১৩ ডিসেম্বর নিযুক্ত বায়রু এখনও মন্ত্রিসভায় তার পছন্দের সদস্যদের তালিকা ম্যাখোঁর কাছে জমা দেননি।

তবে তিনি শুক্রবার ফ্রান্স ২ টেলিভিশনকে বলেছেন, তিনি আশা করছেন যে সপ্তাহান্তে বা ‘যেকোনো ভাবেই তা বড়দিনের আগে’ নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে।


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর