ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে যাচ্ছেন ৭ কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মাসs পূর্বে

ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সন্ধ্যা থেকে রাজধানীর ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে ক্ষমা চাইতে ১ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। একইসঙ্গে প্রো-ভিসির বাস ভবন ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়। তবে সময় পেরুলেও কোনো সাড়া না আসায় এবার পূর্বঘোষণা অনুযায়ী ঢাবির দিকে যাচ্ছেন সাত কলেজ শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে সাইন্সল্যাব থেকে মিছিল নিয়ে ঢাবি এলাকার দিকে অগ্রসর হন তারা। বর্তমানে সাত কলেজ শিক্ষার্থীরা ঢাবির গণতন্ত্র ও মুক্তিতোরণে অবস্থান করছেন
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার এএফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন।