কবি নজরুল জুলাই বিপ্লবের চেতনার বাতিঘর : শিকদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ঘন্টা পূর্বে
নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সত্যিকার অর্থেই জুলাই বিপ্লবী চেতনার বাতিঘর। জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে তাই কবি নজরুলের লেখা অনিবার্য বিপ্লবের প্রতীক হয়ে স্লোগান দেয়াল লিখনসহ প্রতিটি কর্মে প্রতিফলিত হয়েছে।
আজ বৃহস্পতিবার নগরীর রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত ‘চির উন্নত মম শির’ শিরোনামের নান্দনিক ডিজাইনে নির্মিত ‘স্বাধীনতা স্কয়ার’-এর ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিকদার এ কথা বলেন।
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, প্রবন্ধ, নিবন্ধের প্রাসঙ্গিকতার ভাবনার আলোকে নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের চেতনা তুলে ধরতে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে ‘চির উন্নত মম শির স্বাধীনতা স্কয়ার’ স্থাপন করা হয়েছে। রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক বিল্ডিংয়ের উত্তর-পশ্চিম কর্নারে শহিদ মিনারের পাশে স্থাপন করা হয়েছে নান্দনিক ডিজাইনের এই স্বাধীনতা স্কয়ার। মার্বেল পাথর ও টাইলসে সুশোভিত করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল।
বহুমাত্রিক লেখক ও নজরুল বিশেষজ্ঞ শিকদার, নজরুলের চেতনা শোষণের বিরুদ্ধে সদা সোচ্চার উল্লেখ করে বলেন, বাংলাদেশের জন্য নজরুল সবসময়ই প্রাসঙ্গিক। মানবাধিকার ফিরিয়ে আনতে, আইনের শাসন, নারীর স্বাধীনতা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নতুন সংগ্রামের পথে নজরুল আমাদের অনিবার্য প্রেরণা। জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে, পোস্টার স্লোগানে নজরুলের সেই বৈপ্লবিক চেতনা প্রতিফলিত হয়েছে।’
কবি আবদুল হাই শিকদার সাংবাদিকদের কাছে নতুন প্রজন্মের কাছে কবি নজরুলকে তুলে ধরতে স্বাধীনতা স্কোয়ার নির্মাণের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ পুলিশ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের কাছে আলোড়িত ও জাগ্রত হবে। বৈষম্যহীন সমাজ ও জাতি গঠনের আকাঙ্খা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘শাশ্বত নজরুল: সমকালীন সময়ে সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হাই শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (একাডেমিক) মো জাহাঙ্গীর আলম, রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ গোলাম জাকারিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।