জিয়া পরিষদ নেতা আলভীর দাপট সোনালী ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মাস পূর্বে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পোস্টে বিরুপ মন্তব্যকারী সোনালী ব্যাংকে এজিএম আহসান আল আলভীর দাপটে তটস্থ ব্যাংকের কর্মকর্তারা। বিএনপির পরিচয়দানকারী আলভীর কাছে জিম্মি হয়ে পড়েছে ব্যাংকটি। ব্যাংক কর্মকর্তাদের মারধর, প্রভাব বিস্তার, খারাপ ব্যবহারে ব্যাংকটিতে অস্থিরতা বিরাজ করছে। আলভীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট ব্যাং কর্মকর্তারা। 

২০২৪ সালের ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্যোসাল মিডিয়াতে পোস্ট দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই পোস্টের কমেন্টেসে কৃষিবিদ আলভী নামের আইডি থেকে তিনি উল্লেখ করেন,‘দল হয়ে গেছে ঢোড়া সাপের মতো। না আছে কোন বিষ, না আছে শক্তি। এই জন্মদিন আর মিলাদ পড়ানো আর কতকাল?’ সেই আলভী এখন সোনালি ব্যাংকের দাপুটে কর্মকর্তা। জিয়া পরিষদের নেতা পরিচয়ে সবাইকে ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করে যাচ্ছেন। 
খোঁজ নিয়ে জানা গেছে, আহসান আল আলভী ২০১০ সালে ব্যাংকে ঢুকেছেন। উনি ছাত্রলীগ পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন করেছেন এবং প্রভাব খাটিয়ে মাত্র ১৪ বছরেই এজিএম হয়েছেন। যেখানে ফ্যাসিস্ট আমলে ছাত্রদলের ছেলেরা চাকুরী পায়নি সেখানে আলভি এজিএম হয়েছেন। ৫ আগষ্টের আগে ব্যাংকে কেউ আলভীকে চিনতোনা। হঠাৎ মবিন নামে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে মারতে গিয়ে নিজেই মার খেয়ে সে আলোচনায় আসে। এর ভিডিওটা ভাইরাল হলে দেখা যায় আলভি প্রথম মবিনকে মারতে যায়। মবিন বিএনপি ঘরানার হলেও তাকে আওয়ামীলীগ হিসাবে প্রচার করেন। পরে চাঁপাইনবাবগঞ্জের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ ব্যাংকের হেড অফিসে এসে মবিনকে বিএনপি পরিবারের সন্তান হিসাবে পরিচিত করান।সে ব্যাংকের নির্বাহীদের যখন তখন গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে। সম্প্রতি সে জিএম কুদ্দুস কুত্তার বাচচাকে হেড অফিস থেকে বের করে দিতে হবে বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। জিয়া পরিষদের নেতা পরিচয় দিয়ে বাড়তি সুবিধা নিচ্ছেন। 
ব্যাংক কর্মকর্তা বলেন, অবিলম্বে সোনালী ব্যাংক থেকে আলভীকে অপসারণ করতে হবে। সে বিএনপির নাম ভাঙ্গিয়ে দলের দুর্নাম করে যাচ্ছেন। তাকে যাকে ইচ্ছেমতো ফ্যাসিস্টের অনুসারী বানিয়ে নিজের আখের গোছাচ্ছেন। এ বিষয়ে আলভীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

 


সর্বশেষ খবর

জনপ্রিয় খবর